Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

হেবা/দানের ঘোষণাপত্র

হেবা/দানের ঘোষণাপত্র দলিল রেজিস্ট্রেশন ফিস

১। রেজিস্ট্রেশন ফিঃ ১০০ টাকা।

 

২। স্ট্যাম্প শুল্কঃ ২০০ টাকা।

 

৩। ই ফিঃ ১০০ টাকা।

 

৪) এন ফিঃ

     (i) বাংলায় প্রতি ৩০০ শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ১৬ টাকা।

     (ii) ইংরেজি ভাষায় প্রতি ৩০০ শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ২৪ টাকা।

 

৫) এনএন ফি (নকলনবিশগনের পারিশ্রমিক)

     (i) বাংলায় প্রতি ৩০০ শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ২৪ টাকা।

     (ii) ইংরেজি ভাষায় প্রতি ৩০০ শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ৩৬ টাকা।

 

৬) ২০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে হলফনামা প্রিন্ট করে দলিলের সাথে সংযুক্ত করতে হবে। 

 

৭)  সম্পত্তি হস্তান্তর (এল. টি) নোটিশের আবেদনপত্রে ১০ টাকা মূল্যের কোর্ট ফি সংযুক্ত করতে হবে।

 

ফিস পরিশোধ পদ্ধতিঃ

দলিল রেজিস্ট্রেশনের জন্য যাবতীয় ফিসাদি স্থানীয় সোনালী ব্যাংক এর ট্রেজারি শাখায় জমা প্রদান করতে হবে।

 

১। রেজিস্ট্রেশন ফি + ই ফি + এন ফি একসাথে একটি পে-অর্ডারের মাধ্যমে কোড নং ১-২১৬১-০০০০-১৮২৬ তে জমা প্রদান করতে হবে।

২) এনএন ফি নগদে অফিসে জমা প্রদান করতে হবে। 

 

বিঃ দ্রঃ

১। হেবার ঘোষণা দলিলের মাধ্যমে মুসলিমরা সহোদর ভাই-বোন, পিতা/মাতা-ছেলে/মেয়ে, স্বামী-স্ত্রী, দাদা/দাদী-নাতী/নাতনী, নানা/নানী-নাতী/নাতনী এই কয়েকটি সম্পর্কের মধ্যে সম্পত্তি হস্তান্তর করা যায় (রেজিস্ট্রেশন আইন-১৯০৮, এর ধারা ৭৮এ (বি) নং অনুসারে।

২। দানের ঘোষণা দলিলের মাধ্যমে হিন্দু, খ্রিষ্টান ও বৌদ্ধ ধর্মাবলম্বীগনের আপন ভাই-বোন, পিতা/মাতা-ছেলে/মেয়ে, স্বামী-স্ত্রী, দাদা/দাদী-নাতী/নাতনী, নানা/নানী-নাতী/নাতনী এই কয়েকটি সম্পর্কের মধ্যে সম্পত্তি হস্তান্তর করা যায় {রেজিস্ট্রেশন আইন-১৯০৮, এর ধারা ৭৮এ (বিবি) নং অনুসারে}।

 

সেবা গ্রহীতাদের সুবিধার্তে নিম্নে ১ টি উদাহরণ দেয়া হলোঃ

ধরা যাক, জনাব রহিম তার সহোদর ভাই করিমকে ১০ শতক জমি দান/হেবা করার ঘোষণা করেছেন যার মূল্য ৩,০০,০০০ টাকা। উক্ত হেবার ঘোষণা দলিলটির রেজিস্ট্রেশন খরচ হবে নিম্নরূপঃ

 

ফিসের খাত

হার

টাকা

১। রেজিস্ট্রেশন ফি

-

১০০ টাকা

২। স্ট্যাম্প শুল্ক

-

২০০ টাকা

৩। ই ফি

-

১০০ টাকা

৪। এন ফি

-

১৬০ টাকা (১০ পৃষ্ঠা হিসাবে)

৫। এনএন ফি

-

২৪০ টাকা (১০ পৃষ্ঠা হিসাবে)

৮। হলফনামা স্ট্যাম্প

-

২০০ টাকা

৯। কোর্ট ফি

-

১০ টাকা

মোট খরচ - ১,০১০ টাকা

 

বিঃ দ্রঃ

হেবা/দানের ঘোষণা দলিল এর ক্ষেত্রে জমির পরিমাণ বা জমির মূল্যে যতই হোক না কেন ফিস পরিবর্তন হবে না।